মোঃ শাহীন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ ০৬ নভেম্বর ২০২২ তারিখ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর খুলনা এর একটি চৌকষ বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামস্থ মোছাঃ আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযানে বিজিবি টহল দল ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের মোট ১০ পিস স্বর্ণের বারসহ মোসাঃ রত্না বেগম (৩৪), স্বামী-মোঃ কামাল হোসেন, গ্রাম- পুটখালী উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট , জেলা-যশোরকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো আটককৃত মহিলা আসামী এর গোপন স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত মহিলা আসামী স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৮২,৩৪,৮০০/- টাকা।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৫ (পনের) বারে ১৭ জন আসামীসহ সর্বমোট ৩১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ২২,২৮,১৬,৭৪৮/- (বাইশ কোটি আঠাশ লক্ষ ষোল হাজার সাতশত আটচল্লিশ) টাকা। পনের বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার এবং চলতি মাসে ০১ (এক) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply