আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
বৃহস্পতিবার (৫জানুয়ারি) সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব এম.এ ওয়াহেদ ফাউন্ডেশনের নিয়মিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ডাকাতিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের এস এস সিতে জিপিএ- ৫প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,ভালুকা প্রস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র সাংবাদিক জোনায়েদ শাহরিয়ার, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি হযরত আলী বিএ, ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন, আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লষ্কর, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল,আতাউর রহমান কামাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান লিটন, উপজেলা ছাত্র লীগের সহসভাপতি ইমরান সরকার, আসাদুজ্জামান খান দুদু, শাহ আলম সরকার, বাহাদুর ইসলাম স্বপ্ন সহ এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তি বর্গ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply