আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুল হলো পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। যুগ যুগ ধরে মানবসভ্যতায় ফুলকে দেখা হয় ভালোবাসার নিদর্শন হিসেবে। ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। ‘ফুল’ শব্দটির মাঝেই লুকিয়ে আছে ভালো লাগার পরশ, অমেয় প্রেমভক্তি। ফুলকে ভালো লাগার মাঝেই যেন লুকানো আছে মন ভালো হওয়ার কোনো এক অজানা মন্ত্র। সেবা নিতে আসা মানুষের মনকে প্রফুলস্ন করতে থানা চত্ত্বরে ফুলের বাগান করে দৃষ্টিনন্দন ও মনমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি করেছে ভালুকা মডেল থানা প্রশাসন। যা নজর কাড়ছে থানায় আসা সেবাগ্রহীতাদের। ঋতুরাজ বসন্তের শুরুতে প্রকৃতি যখন আপন সাজে সজ্জিত হয় তখন থানা কম্পাউন্ডের বাগানে উঁকি দেয় ডালিয়া, গাধা, পিতুনিয়া, সালভিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের বাহারি ফুল।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন যোগদানে পর থানার পরিবেশ ও সেবার মান বেড়েছে কয়েক গুণ। থানা এলাকায় কমেছে অপরাধ ও মাদকের ছড়াছড়ি। ‘জনবান্ধব ওসি’ হিসেবে জনপ্রিয়তাও পেয়েছেন বেশ।
থানায় সেবা নিতে আসা উপজেলার মল্লিবাড়ি গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘থানায় প্রবেশধারেই দৃষ্টিনন্দন ফুলের বাগান দেখে আমি মুগ্ধ হয়েছি। থানা সমন্ধে আমার ধারনা পজেটিভ হয়েছে। থানা চত্ত্বরে ফুলের বাগান করায় সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। ’
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ফুলের সৌন্দর্য মানুষকে পবিত্র হতে প্রেরণা জোগায়। চাকুরির সূত্রে তিনি যে থানাতেই গিয়েছেন সেখানেই বাগান করার উদ্যোগ নিয়েছেন। ফুল দেখলে যে কারও মন ভালো হয়ে যায়। থানায় সেবা নিতে আসা মানুষের মনকে প্রফুলস্ন করতেই তার এ উদ্যোগ।
তিনি আরও বলেন, পতিত জমি সর্বোচ্চ ব্যাবহারের নির্দেশণা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী । তাই থানার চারপাশে পতিত জমিতে সবজী বাগান করার উদ্যোগ তাতে নেওয়া হয়েছে যাবে পুলিশ সদস্যরা স্বাস্থ্যসম্মত সবজী খেতে পারে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘উপজেলা পর্যায়ের পুলিশি সেবা প্রদানের প্রাণকেন্দ্র হচ্ছে থানা। থানার প্রবেশধারে যদি ফুলের বাগান থাকে তাহলে সেবা প্রত্যাশীদের মানুষিকতায় একটি পজেটিভ মেসেজ যায়। থানার সামনে বাগান করার উদ্যোগ খুবই প্রশংসনীয়।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply