দুসস ডেস্কঃ সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় সিরিয়াস ক্রাইমের এসআই মো: সিরাজ উদ্দীন এর নেতৃত্বে একটি টীম বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আ: সালাম ছোলামত উল্লাহ (৩৪), থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০১/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট মানব পাচারকারী চক্রের ০১ (এক) সদস্যকে ডিএমপি, ঢাকার আবদুল্লাহপুর হতে গ্রেফতার করেছে।
ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমদেরকে দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে তাদেরকে ভিজিট ভিসায় দুবাই প্রেরণ করে। দুবাইয়ে উক্ত আসামীর সহযোগী অন্যান্য আসামীরা তাদেরকে মারপিট করে কাগজপত্র কেড়ে নিয়ে ইরানী দালাল চক্রের নিকট হস্তান্তর করে। ইরানী দালাল চক্র এ দেশীয় দালালদের সহযোগিতায় সমুদ্রপথে ইরানে নিয়ে গিয়ে একই পন্থায় আটক রেখে মারপিট করে এবং দেশে ভিকটিমদের আত্মীয় স্বজনকে মারধরের ছবি ও ভিডিও দেখিয়ে মুক্তিপণের টাকা দিতে বাধ্য করে। গ্রেফতারকৃত আসামীকে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত মানব পাচারকারীর বিরুদ্ধে বিমানবন্দর (ডিএমপি) খানার মামলা নং-১২, তারিখ: ১০/১১/২০২২খ্রিঃ, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০ এর এজাহারনামীয় আসামী। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডি’র মানব পাচার প্রতিরোধ শাখা তৎপর রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply