টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দুই সহযোগী।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এলাসিন শামছুল হক সেতুর দুই পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় হামলা চালায় অবৈধ বালু ব্যবসায়ীরা।
আহতরা হলেন- উপজেলার এলাসিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শাহাদত হোসেন ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নিরাপত্তা কর্মী রাজু আহম্মেদ।
জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শামছুল হক সেতুর দুই পাশ থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে ।
এমন খবরে মঙ্গলবার দুপুরে মাটি কাটা বন্ধ করতে মোবাইলকোর্ট পরিচালনা করার উদ্যোগ নেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচি রানী সাহা তার টিম নিয়ে এলাসিনে ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দেন।
ঘটনাস্থলে পৌঁছার আগেই শামছুল হক সেতুর টোল প্লাজার উত্তর পাশের সড়কে মাটি উত্তোলনকারীরা লাঠিসোটা নিয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারীদের ওপর হামলা চালায়।
হামলায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সূচি রানি সাহা অক্ষত থাকলেও নিরাপত্তা কর্মী রাজু আহম্মেদ ও এলাসিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শাহাদত হোসেন গুরুতর আহত হন।
পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি বহনের কাজে নিয়োজিত দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। দ্রুতই হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply