ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’, প্রতিপাদ্যেকে সামনে নিয়ে ভালুকায় বিট পুলিশিং সমাবেশ ও দুস্থ অসহায় গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার মাইক্রোস্ট্যান্ডে ওই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম ঢালী, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আকরাম হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, আঞ্চলিক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, ‘খুব শীঘ্রই ঢাকা-ময়মনসিংহ সমাসড়কে সিসি ক্যামেরায় আওতায় আনা হবে। এই জেলায় কোন মাদক ব্যবসায়ী কে আমরা মাথা উচু করে চলতে দেবনা। প্রস্প্রতি জেলা পুলিশে একটি নিয়োগ রয়েছে এই নিয়োগে সরকারী ফি ১০৩ টাকার বিনিময়ে আমরা চাকরি দিব।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply