নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ধনকুবের এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ২৬ জানুয়ারী ২০২৩ বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের জনৈক মোঃ রফিকুল ইসলাম খান দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব বরাবর এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগকারী তাহার অভিযোগে উল্লেখ করেন যে, “ভুমি দস্যু আল জয়নাল নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে সরকারী ভুমি দখল করে উক্ত মুভিতে রাজউকের অনুমোদন ব্যতিত নক্সা বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জের আশেপাশে বিভিন্ন মৌজায় সরকারী এবং নিরীহ মানুষের ভুমি দখল করে অবৈধ ভাবে ভুমি বানিজ্য করে যাচ্ছে। এ ছাড়াও জ্ঞাত বহির্ভূত আয়ের বিষয়েও উক্ত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহায়তায় আইনী হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী মোঃ রফিকুল ইসলাম খান।
দুদক এ অভিযোগ বিষয়ে ব্যাবসায়ী জয়নাল আবেদীন আমাদের প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এ সকল অপপ্রচার এবং মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করে আমার সম্মান হানি ও ব্যাক্তিগত ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমার সকল সম্পত্তি ও সমস্ত আয়ের শতভাগ বৈধতা রয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঠিক তদন্তে সত্যতা বেরিয়ে আসবে বলে আমি আশা প্রকাশ করছি। এবং আমি অপপ্রচার ও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply