ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির ১৮১ জনের নামে মামলা হয়েছে।
রোববার দুপুরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামী দিয়ে ওই মামলা করেন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যানবাহন ভাংচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের ওই মামালা রুজু করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যান-বাহনে ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতা-কর্মীরা তাদের কাজে বাধা দেয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল (৪০) ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে (৪২) আটক করে। ওই ঘটনায় আটক দুইজনসহ ছয় জনের নাম উল্লেখ করে আরও ১৭৫ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মামলা করে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply