ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় মোছাঃ রুমা আক্তার(২৪) নামের এক নববধুকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধু ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে রুমার স্বামী উপজেলার উথুরা ইউনিয়নের কাতলামারী গ্রামের আবুল কাশেমের ছেলে এনামুল হক(৩৫) ও তার শাশুড়ি মোছাঃ রেনুজা খাতুনকে(৫৫) আসামী করা হয়েছে।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, উভয় পক্ষের আলাপ আলোচনার মাধমে দেড় লাখ টাকা মহরানায় চলতি মাসের ৪তারিখে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে পোশাককমর্ী রুমা আক্তারের(২৪) সাথে একই ইউনিয়নের কাতলামারী গ্রামের আবুল কাশেমের ছেলে এনামুল হকের(৩৫) বিয়ে হয়। ওই রাতেই কনেকে নিজ গৃহে নিয়ে যান এনামূল। পরবতর্ীতে, গ্রাম্যরিতি গত ৬ফেব্রুয়ারি অনুসারে রুমা তার বাবার সাথে পিত্রালয়ে বেড়াতে আসেন। এরমাঝে ১০দিন অতিবাহিত হলেও এনামুল স্ত্রী কোন খুঁজ খবর নেননি। পরে, রুমা নিজ উদ্যোগে গত ১৫ ফেব্রুয়ারি তার স্বামীর বাড়িতে যান এবং ওই রাতেই তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। একপর্যায়ে তাকে স্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে, ৯৯৯-এ কল পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রুমাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নববধু রুমার দাবি, যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী ও শাশুড়ি মিলে তার উপর অনেক নির্যাতন করেছে। ঘটনার পর থেকে তিনি ভালো করে কথা বলতে পরছেন না। তার শরীরে অনেক ব্যথা। ওই ঘটনা তিনি বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার বিচার দাবি করেছেন রুমার বাবা বর্গাচাষি দুলাল উদ্দিন।
যোগাযোগ করতে না পারায় অভিযুক্ত এনামূলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply