আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ১১ মার্চ শনিবার, উপমাহাদেশর প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-১১ ভালুকা থেকে চার চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলে পারিবারিক ভাবে গ্রামের বাড়ী উপজেলার মাহমুদপুরে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডা. আমান উল্লাহ’র ছেলে ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ, সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওয়াসিক আল আমিন শিপন, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিদুয়ান সারোয়ার রব্বানী ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ ১৯৯৬ সনে ভালুকা থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ঐ বছরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ও সফলতার সাথে ৫বছর দায়িত্ব পালন করেন। এবং ১৯৯৬ থেকে টানা চারবার আওয়ামীলীগের মনোনয়নে ভালুকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে ভালুকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ডা. এম আমান উল্লাহ ও তার সহধর্মীনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সাঈদা আক্তার গরিব-অস্বচ্ছল মানুষ সহ ভালুকাবাসীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে তাদের একমাত্র ছেলে ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহও ভালুকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply