নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। সাতক্ষীরা জেলার শ্যামনগরে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্র সহ আজিজুল হক নামে এক ডাকাত আটক।
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজিজুল হক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরার লিয়াকাত গাজীর ছেলে।আজিজুল ২০১৮ সালে আত্মসমর্পণকারী ডাকাত মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করত।অস্ত্র জব্দ ও আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম ও মামলার প্রস্তুতি চলছে।
সদর দফতরের কোস্টগার্ড মিডিয়া উইংয়ের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কয়রা বিসিজি স্টেশনের লেফটেন্যান্ট ইকবাল হোসেনের নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারি এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হককে আটকের। পরে তার প্রাথমিক স্বীকারোক্তিতে পাস্যামারির একটি বাড়ি থেকে দুই টি এক নলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ,একটি রড একটি দা ও জব্দ করে আটক করেছে কোস্টগার্ড।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply