জগৎ শ্রেষ্ট মহামানব নুরে মোহাম্মদ হজরত আহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ওফাতের পরে দির্ঘ ২৯ বছর মুসলিম প্রজাতন্ত্রের ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারজন ঘনিষ্ঠ সাহাবী।
দির্ঘ ২৯ বছরের এই খেলাফত শাসন কাল কিন্তু স্বাভাবিক ছিল না। এই ২৯ বছরের দির্ঘ শাসন কালই অতিবাহিত হয়েছে একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্যদিয়ে। চার খলিফার মধ্যে তিনজন খলিফাকেই হত্যা করা হয়েছিল। সাথে জীবন দিতে হয়েছিল প্রায় লাখো মুসলিমকে।
চারজন খলিফার মধ্যে আবু বকর ই একমাত্র খলিফা যার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। মারা যাবার আগেই ওমর ইবনে খাত্তাব কে তিনি খলিফা মনোনিত করে গিয়েছিলেন।
ওমর ইবনে খাত্তাব হলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একমাত্র খলিফা যার ক্ষমতা গ্রহণ পূর্ব নির্ধারিত ছিল। ফলে এই ক্ষমতা হস্তান্তরে তেমন একটা বিরোধীতা লক্ষ্য করা যায়নি। ওমর ইবনে খাত্তাব (রাঃ) কে মসজিদে ফজরের সালাত আদায়ের সময় আবুলুলু ফিরোজ নামে একজন আততায়ীর ছোড়ার আঘাতে হত্যা করা হয়েছিল।
তৃতীয় খলিফা উসমানের হত্যাকান্ড এতটাই নৃশংস ছিল যে তার মৃত্যুর পর মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। শুরু হয় নিজেদের মধ্যেই যুদ্ধ। যাতে নিহত হয় ৯০ হাজার মুসলিম। বিদ্রোহীরা উসমানকে তার বাড়িতে হত্যা করার পরে সমগ্র বাড়ি লুটপাট করে নিয়ে যায়, এমনকি তারা হজরত উসমানের পরিধেয় কাপড়ও খুলে নিয়ে যায়।
উসমান হত্যা পরবর্তী পরিস্থিতি ধীরে ধীরে এত খারাপ হয় যে, রাসুল (সাঃ) এর স্ত্রী আয়েশা হজরত আলী (আঃ) এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নিজেই উটের পিঠে চড়ে যুদ্ধের ময়দানে আসেন এবং যুদ্ধের নেতৃত্ব দেন। এই যুদ্ধ ‘বসরার যুদ্ধ’ বা ‘জংগে জামাল’ বা ‘উটের যুদ্ধ’ নামে ইতিহাসে পরিচিত। হয়রত আলী এই যুদ্ধে জয় লাভ করলে আয়শাকে তিনি স্বসম্মানে মক্কায় পাঠিয়ে দেন।
চতুর্থ খলিফা হজরত আলী (আঃ)কে হত্যা করে খাওয়ারিজ গোত্রের মুসলমানেরা। শুক্রবার কুফার মসজিদে ফজরের নামাজ আদায়ে আসেন খলিফা হয়রত আলী আলাইহি ওয়াসাল্লাম। খলিফা ঠিক যে সময় সিজদা দিচ্ছিলেন ঠিক তখন বিষ মাখা ছুরি দিয়ে মাথায় আঘাত করে আবদুর রহমান ইবনে মুলজাম। তারপর দ্রুত পালিয়ে যান সেখান থেকে।
ছুরির আঘাতেই রক্তাত্ব ও নিস্তেজ হয়ে পড়ে খলিফার শরীর। মসজিদ থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। হামলার দুই দিন পর ২৮ অথবা ২৯ জানুয়ারি, ৬৬১ খ্রীষ্টাব্দের ৪০ হিজরী ১৯ কিংবা ২১ রমজান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফা হয়রত আলী ইবনে আবু তালিব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply