আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে সোহেল রানা (৪০) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, সপ্তাহ দুই আগে দুবাই থেকে দেশে ফেরেন সোহেল রানা। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলযোগে পাশের গ্রাম ফরিদপুর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল রানা যশোর সদর উপজেলার হালসা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, সপ্তাহ দুই আগে দুবাই থেকে দেশে ফেরেন সোহেল রানা। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলযোগে পাশের গ্রাম ফরিদপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শাকিল হোসেনের দাবি, ‘ভাবির (২১) সঙ্গে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফারাবির (২১) সম্পর্ক ছিল। চার বছর ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বুধবার ইফতারের পর শ্বশুরবাড়ি থেকে ভাবিকে আনতে যাওয়ার পথে ফারাবিসহ তিন থেকে চার জন মিলে ভাইকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, পরকীয়ার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ফারাবি নামে একজন জড়িত বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও ন্যায়বিচারের দাবি জানান।
তবে সোহেলের স্ত্রী বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘অভিযুক্ত ফারাবি আমাকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তারা সংঘবদ্ধভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।ইন্সপেক্টর রূপণ কুমার সরকার বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এজন্য নিহত সোহেল রানার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
হত্যাকারীদের আটকের অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply