জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজি’উন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য দুয়েকদিনের মধ্যে দিল্লি যাওয়ার কথা ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মঙ্গলবার ২ মে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কামরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কামরুল ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সবশেষ গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতিও ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সম্মেলনে যোগ দিয়েছেন।
কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ‘লায়নস অ্যাওয়ার্ড ফর প্রফেশনালস অ্যাকসিলেন্স’ পুরস্কার লাভ করেন তিনি।
আগামীকাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দুরন্ত সত্যের সন্ধানে-দুসস পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply