আনোয়ার হোসেনঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২০০২ সালের তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।গত বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে কলারোয়া থানা এলাকার নিজ বাড়ির খাটের নিচে সু কৌসলে তৈরি করা সুড়ঙ্গ থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় তিনটি অংশের একটির রায় হয় ২০২১ সালের ৪ঠা ফেব্রুয়ারি।আর এই মামলায় আসামি রিপনের সাজা হয়। রায়ের পর থেকে সে পলাতক ছিল। এরপর চলতি বছরের ১৮ই এপ্রিল বাকি দুটি অংশের রায়ে রিপনের যাবজ্জীবন কারাদণ্ড সহ ৪৮ জন কে সাজা দেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসার ভেতরে খাটের নিচে সুকৌশলে তৈরি করা একটি সুড়ঙ্গ থেকে তাকে গ্রেফতার করা হয়।গতকাল শুক্রবার কলারোয়া থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply