নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি করা হয়। দুই মামলারই বাদী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবলীগ থেকে বহিষ্কার করা হয় বহুল আলোচিত ও বিতর্কিত নেতা কাজী আনিসুর রহমানকে। ১১ অক্টোবার যুবলীগের প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কাজী আনিসুর রহমান যুবলীগের দফতর সম্পাদক পদে ছিলেন।প্রথমে আনিস ৩০০০ টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করেন। এর পর তিনি যুবলীগ অফিসের পিয়ন থেকে কেন্দ্রীয় নেতা বনে যান। দুর্নীতি-মাদক-ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে তিনি আড়ালে চলে যান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply