আনোয়ার হোসেন বেনাপোল যশোর থেকে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে আসলেন পাঁচ বাংলাদেশি নারী ও পুরুষ।
ভারতে দেড় বছর কারাভোগের পর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে গতকাল গতকাল বুধবার (৩১ মে) সন্ধ্যার সময় তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আশারা হচ্ছে, ঢাকার নবাবগঞ্জে পলাশ শীল (৩৬), বাগেরহাট জেলার মোংলা এলাকার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম (৩২), ময়মনসিংহ জেলা সদরের আঃ সালামের মেয়ে শিরিন বেগম (৩৩), শেরপুর জেলার হাতীবান্ধা এলাকার হাসমত আলীর মেয়ে রিতা মন্ডল (৩৯) ও কক্সবাজার জেলার রামু থানা এলাকার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে ভারতের মুম্বাই ও কলকাতার দমদম শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতে হাজির পাঠালে তাদের দেড় বছরের কারাদণ্ড দেয়।
সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে ভারত এর একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখেন। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply