টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইলের বাসাইলে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রেনু বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম ওই গ্রামের খসরু মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে রেনু বেগম বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায়। এসময় এক কিশোর ঘটনাটি দেখে আশপাশের মানুষকে খবর দেয়। পরে তার পরিবার ও স্থানীয়রা মাছ ধরার ঝাঁকি জাল দিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের স্বামী খসরু মিয়া বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ্ ছিল। এজন্য আমি তাকে গোসলও করিয়ে দিতাম। সকালে আমার অজান্তে সে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফরিদা আক্তার বলেন, ‘রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্ ছিলেন। সকালে তিনি বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা মাছ ধরার ঝাঁকি জালসহ বিভিন্নভাবে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পর তার লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ এসেছিল। নিহত রেনু মানসিকভাবে অসুস্থ্ ছিল এজন্য মুছলেকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশটি রেখে দিয়েছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply