আনোয়ার হোসেন। যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার ভারতে পাচারের সময় বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৭ জুন) দুপুর২টা ৩০মিঃ দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটক পাচারকারী
তিনি জানান, বিগত এক বছরে প্রায় ২০০ কেজি স্বর্ণের বার ভারতে পাঠিয়েছে বলে বিজিবির কাছে নিশ্চিত করেছে গোল্ড সম্রাট দেব। এছাড়া তার বিরুদ্ধে হুন্ডি পাঁচারসহ মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে।
আটককৃত দেব(৪৫) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জেলে পল্লীর মিন্টু হালদারের ছেলে এবং সহযোগী সাইফুল ইসলাম(২৪) একই এলাকার সাইদুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি সোনার চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২-এর পাশ দিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। এক কেজি ৪০০ গ্রাম ওজন এই সোনার বাজার মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।
আটক পাচারকারীদের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন একই এলাকার চিহ্নিত সোনা, অস্ত্র ও মাদক পাচারকারী বলে বিজিবি অধিনায়ক জানান।
আনোয়ার হোসেন স্টাফ রিপোটার।
০১৭১২০১০২০৫
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply