নিজস্ব প্রতিনিধি, আনোয়ার হোসেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালে দায়িত্বরত স্বেচ্ছাসেবিদের পোশাক ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতে নানা ধরণের উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে। তিনি আরও বলেন, লোডশেডিংয়ের কবলে পড়ে রোগীদের কষ্ট পাওয়া খুবই দুঃখ জনক। রোগীদের কথা বিবেচনা করে এই হাসপাতালে খুব শিগগির বিদ্যুতের সাব স্টেশন স্থাপন করা হবে। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন। ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। প্রসূতি মা ও বয়স্ক রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্সর দাবি পূরণ করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। সঞ্চালনা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যশোর জেলা শাখার সদস্য সচিব ডা. গোলাম মোতুর্জা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. নূর কুতুবুল আলম, অধ্যাপক ডা.আবু হাসনাত মোঃ আহসান হাবিব, বিএমএ যশোর শাখার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডা. এম এ বাশার প্রমুখ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply