আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান ফকিরকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (২৮ জুন) সকালে গফরগাঁওয়ের কুর্শাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, জমি ভাগাভাগিকে কেন্দ্র করে ১৯৯৫ সালে ১৮ জুলাই ভালুকার চান্দরাটি বাজারে কালু ফকিরকে একা পেয়ে আসামী শাহজাহান ফকির ও তার সহযোগিরা দেশী অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে শাহজাহান ফকিরসহ ০৮ জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলো শাহজাহান।
চলতি বছরের ১৩ জুন মামলায় আসামী শাহজাহান ফকির,আনিস ও আলমকে যাবজ্জীবন কারাদন্ড এবং অপর ০৬ আসামীকে খালাস প্রদান করে আদালত।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply