ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় আরিফ টেক্সটাইল মিলের বাউন্ডারির এক দেওয়াল ভেঙে পরে চারটি বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে আরিফ টেক্সটাইল মিলের ৭নাম্বার গেইটের কাছে মিলের একটি বাউন্ডারির দেওয়াল ভেঙে পরে কামাল হোসেন, আবদুল রশিদ, শুক্কুর আলী ও নজরুল ইসলামের বসত ঘরের উপর পরে। এতে চারটি ঘরেরই ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার গুলো জনান, ভেঙে পড়া দেওয়ালটি দীর্ঘদিন যাবত অনিরাপদ ভাবে ছিলো। এ বিষয়ে কোম্পানির কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল হয়নি।
স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হাসান জানান, ভুক্তভোগী পরিবার গুলো দেওয়াল ভেঙে পরার খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে মিল কর্তৃপক্ষকে অবগত করেছেন।
এ ঘটনায় আরিফ টেক্সটাইল মিলের কর্তৃপক্ষ মোজাহিদ জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে কোম্পানি থেকে লোক পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply