আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় ফুটবল খেলা শেষে হাত পা পরিষ্কার করতে গিয়ে পরিত্যাক্ত পুকুরে ডুবে আরাফাত হোসেন (১৫) নামে এক ৮ ম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন পুকুরে জাল ফেলে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আরাফাত হোসেন উপজেলার পাড়াগাঁও পাচপাই গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার পাড়াগাঁও শিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন বন্ধুদের নিয়ে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সকলেই বাড়ি চলে গেলে আরাফাত হোসেন একা পরিত্যাক্ত পুকুরে হাত পা পরিষ্কার করতে যায়। রাতে আরাফাত বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও আরাফতের সন্ধান পায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলে আরাফাতের লাশ উদ্ধার করে।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুন্তাজ উদ্দিন আহমেদ জানান, এ অরক্ষিত পুকুরে ডুবে আরাফাত মারা যায়। এক বছর আগেও আহাদ নামে এক শিশু ওই পুকুরে ডুবে মারা যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন সকাল ১০ টা ২০ মিনিটে সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিত্যক্ত পুকুরে জাকি জাল ফেলে আরাফাত এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply