সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রাম সবুজে ঘেরা পরিবেশ-প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলছে সিসা তৈরির কারখানা। যা যথারীতি গিলে খাচ্ছে ফোর্ড নগর গ্রামের জীববৈচিত্র্য।
কারখানায় রাতের আঁধারে পোড়ানো ব্যাটারি থেকে নির্গত রাসায়নিক পদার্থের বিষক্রিয়া বাতাসের সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। এতে হুমকির মুখে পড়েছে এ এলাকায় বসবাসরত মানুষসহ গাছ-পালা, ফল ও পশু-পাখি।
গত কয়েক মাসে আগে কারখানাটি সিল গালা করে বন্ধ ও জরিমানা সহ কারখানার মালিককে ১ মাসের জেল দিলেও জামিনে এসে কারখানাটি আবার চালাচ্ছেন কাউকে তোয়াক্কা না করে, এই বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং এলাকা বাসী প্রতিবাদ করলে কারখানার মালিক বলেন ১ বছর চালাবো এবং যার যার ক্ষতি হয়েছে তার ক্ষতি পূরণ দিবো।
বন্ধ কারখানা কিভাবে আবার চালাচ্ছে এলাকা বাসী জনমনে প্রশ্ন। মেম্বার ও চেয়ারম্যানের উপর আস্থা হারাচ্ছে জনগন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply