আনোয়ার হোসেন । নিজস্বপ্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল কাস্টম হাউস বেনাপোল গত ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৮০ কোটি টাকা আদায় কম হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ৯৬৬ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে পাঁচ হাজার ৭৮৬ কোটি টাকা। এ সময়ে ২০২১-২২ অর্থবছরের চেয়ে আমদানি কম হওয়ায় এক লাখ ৪৩ হাজার ৯২১ মেট্রিক টন পণ্য। কাস্টম হাউস বেনাপোল সূত্রে এসব তথ্য জানা ।
কাস্টম ও ব্যবসায়ী গন বলছেন, বর্তমানে ডলার সংকটের কারণে খাদ্যপণ্য ছাড়া অন্য কোন পণ্য আমদানীতে ব্যাংক এলসি খুলছে না। এতে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছেন না।বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের ও ব্যবসায়ীরা বলছেন, কাস্টম ও বন্দর কর্তৃপক্ষের নানা রকম হয়রানি এবং অব্যবস্থাপনার কারণে অনেক ব্যবসায়ী বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে গেছেন।
অভিযোগ রয়েছে, কাস্টম ও বন্দরের কর্মকর্তাদের নানা অনিয়মের কারণে গত ১০ বছর ধরে কাস্টম হাউস বেনাপোল লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি। গত কয়েক মাস ধরে ব্যাংকগুলো এলসি খুলছে না। এতে আমদানির সঙ্গে জড়িত হাজার হাজার ব্যবসায়ী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বেনাপোল কাস্টম সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের পণ্য আমদানী হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৪৯৯ মেট্রিক টন। আর ২০২১-২২ অর্থবছরের পণ্য আমদানী হয়েছিল ২১ লাখ ৭৯ হাজার ৪২০ মেট্রিক টন। আমদানি কম হয়েছে এক লাখ ৪৩ হাজার ৯২১ মেট্রিক টন। এতে সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে।
২০২২-২৩ অর্থবছরে কাস্টম হাউস বেনাপোল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ৯৬৬ কোটি টাকা, সেখানে আদায় হয়েছে পাঁচ হাজার ৭৮৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ২৪৪ কোটি ৫৭ লাখ টাকা, সেখানে আদায় হয়েছিল চার হাজার ১৪৫ কোটি ১৪ লাখ টাকা। ওই বছর ঘাটতি ছিল দুই হাজার ৯৯ কোটি ৪৩ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে পণ্য আমদানি করা হয়েছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ মেট্রিক টন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য আমদানি করা হয় ২০ লাখ ১১ হাজার ছয় মেট্রিক টন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শামছুর রহমান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দুই দেশের ব্যবসায়ীদের বেনাপোল দিয়ে বাণিজ্যে আগ্রহ বেশি। তবে বর্তমানে ডলার সংকটের কারণে এলসিতে শর্ত দেওয়া আছে। আবার ব্যাংকগুলো ডলার সংকট দেখিয়ে এলসি খুলছে না। যে কারণে গত অর্থবছরে আমদানি কমে গেছে। আমদানি কমেছে রাজস্ব কম আসবে, এটাই স্বাভাবিক।’
যশোর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সরকার এলসি খুলতে শতভাগ মার্জিন দেওয়ার নিয়ম করেছে। গত কয়েক মাস ধরে ব্যাংকগুলো এলসি খুলছে না। এতে আমদানির সঙ্গে জড়িত হাজার হাজার ব্যবসায়ী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন আমদানিকারকরা বেকায়দায় পড়েছেন। একে তো বাণিজ্য ভালো নেই, তার উপর পণ্য আমদানি করতে না পারলে আরও ক্ষতিগ্রস্ত হবো।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, ‘ডলার সংকটে ব্যবসায়ীরা ব্যাংক থেকে এলসি খুলতে পারছেন না। যে কারণে পণ্য আমদানি কমে গেছে। আমদানি কমলে রাজস্ব আয়ও কমে যায়। তারপরও গত বছরের চেয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ২৮ শতাংশ। ঈদের ছুটির কারণে জুন মাসের কয়েকদিন বন্ধ ছিল। সে কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজম্ব আদায় হয়েছে। আমাদের এখানে কোনও ব্যবসায়ীকে হয়রানি করা হয় না। সবাইকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করে থাকি আমরা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply