নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোর সীমান্তো এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ কৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়ন। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সীসিডিল, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, সাপের বিষ, অ্যানাগ্রা, ভায়াগ্রা, সেনেগ্রা রয়েছে।গতকাল বুধবার দুপুরে সময় ৪৯ বিজিবি যশোর দপ্তরের বাস্কেট গ্রাউন্ড প্রাঙ্গণে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এদিন যশোরে ৬ বছর ধরে জব্দ কৃত মাদক দ্রব্য একইসঙ্গে ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ
সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ মিয়া, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।
বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, মাদকাসক্তের কারণে একটি সমাজ দেশ ও জাতি ধ্বংস হয়। তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় যশোর জেলার সীমান্তো এলাকা থেকে বিজিবির সদস্য গন গত ২০১৭ সালের ১ লা মে থেকে চলতি বছরের ১লা মে পর্যন্ত ৬ বছরের বিপুল পরিমাণ মাদক জব্দ করে ধ্বংস করেছেন।ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সীসিডিল ৭৫ হাজার ৫ বোতল, বিভিন্ন ধরণের মদ ৫ হাজার ৫১৩ বোতল, গাঁজা ১ হাজার ৭০৩ কেজি, হেরোইন ৭ কেজি ৯৮২ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ২১ হাজার ৫ পিস, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ৬৯ হাজার ৫০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ৩ হাজার ৭ পিস, সিরাপ ১ সহ সাপের বিষ ১ পাউন্ড।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply