টাঙ্গাইল প্রতিনিধি: সারাদেশে একযুগে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের বাসাইলে বৃক্ষরোপন উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে বিভিন্ন প্রজাতির একলক্ষ বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে একযোগে ১ দিনে ৫ হাজার বৃক্ষরোপণ করে এ কূমসুচীর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পাপিয়া আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর-ই-লায়লা, বাসাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।
এছারাও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি পপ্রতিষ্ঠানের আঙ্গিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে এ কর্মসুচী বাস্তবায়নে অংশ গ্রহণ করে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply