আনোয়ার হোসেন। নিজস্বপ্রতিনিধিঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোর দোলন কর্মকার (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, এই নারী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো ছিল।
হাসপাতাল সূত্রে জানা দোলন কর্মকার যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী। তিনি গত বৃহস্পতিবার দুপুরের দিকে যশোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ৯টার সময় তিনি মারা যান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply