ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পুকুরে বিষ প্রয়োগ করে এক লাখেরও বেশি শিং মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিক। পুকুরের মালিকের দাবি, এতে তার প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, শনিবার ভোরে উপজেলার গোয়ারী নুন্দিপাড়ার মাঝিপাড়া এলাকায় পুকুরের মালিক নগদ্বীপ দাস পুকুরে গিয়ে দেখেন, শিং মাছের পোনা ভাসতে শুরু করেছে। তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মান্নান মেলেটারি তার পুকুর পারে মাছ নিধনের পর চলে যাওয়ার সময় তার ছেলে ওই তাকে আটকালে তার কাছে মাছ নিধনের ঔষধ পাওয়া যায়।
পরে এ ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
পুকুরের মালিক নগদ্বীপ দাস জানান, বিগত ত্রিশ বছর যাবত ওই পুকুরটি অভিযুক্ত মান্নান দেখাশোনার পর পুকুরের মালিকের স্ত্রী তাকে চাষাবাদ করতে দেয়। তার কাছ থেকে নিয়ে পুকুরটি চাষাবাদের জন্য তাকে দেয়ায় তিনি ক্ষোভের কারণে শিং মাছের পোনাগুলো নিধন করেছেন।
এ ঘটনায় অভিযুক্তমান্নান ফোনে বলেন, সকালে তিনি ওই পুকুরের রাস্তা ধরে চা খাওয়ার উদ্দেশ্যে দোকানের দিকে গেলে তাকে সন্দেহ করে আটকানো হয়েছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার তদন্তকারী পুলিশ এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply