রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই জন সক্রিয় সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৪ সদস্য। আটককৃত দুই জেএমবি সদস্যরা হলেন, শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)। ২৯ অক্টোবর মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় র্যাব-৪ এর সদস্যরা গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ মিজানুর রহমান ভুঁইয়া দুই জেএমবি সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব-৪ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মোঃ সাজেদুল ইসলাম আজ দুপুরে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্য শাহজালাল (৩০) ও স্বাধীন (২৮)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, তাদেরকে গ্রেফতারের পর জিঞ্জাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা জেএমবির সাথে জড়িত এবং তারা চট্রগ্রামে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেখানে জেএমবি’র প্রচার-প্রচারনা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সহ ও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছিল বলে র্যাবের কাছে তারা স্বীকার করেছেন। জিঞ্জাসাবাদ শেষে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। আটকদের বিরুদ্ধে রাজধানীর রূপনগর থানায় অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply