ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় একটি মাছের খামার থেকে পাশের খামারের মালিক কর্তৃক পনের লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার গোয়ারী নীলেরটেকের বেইরাকুড়ি বিলে। এ ঘটনায় ভূক্তভোগী মাছ ব্যাবসায়ী সাদ্দাম শেখ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর গ্রামের কামরুজ্জামার শেখের ছেলে রাফিকুজ্জামান রুবেলের নির্দেশে স্থানীয় শ্রী হরিমন, শ্রী আপন, মো. আমির হোসেন, আল আমিন, শ্রী কৈলাসসহ আরও কয়েকজন মিলে ব্যাবসায়ী সাদ্দাম শেখের মাছের খামার থেকে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাছে চুরি করে আসছিলো। পরে খামারের মালিকের সন্ধেহ হলে শ্রী হরিমন, শ্রী আপন, মো. আমির হোসেন, আল আমিন, শ্রী কৈলাসকে চাপ প্রয়োগ করলে তারা স্বীকার করেন যে, পাশের খামারের মালিক রাফিকুজ্জামান রুবেলের নির্দেশে তারা মাছ চুরি করেছেন।
এ বিষয়ে অভিযোক্ত রাফিকুজ্জামান রুবেল কোন কথা বলতে রাজি হয়নি।
মাছ ব্যাবসায়ী সাদ্দাম শেখ বলেন, আমার খামার থেকে দীর্ঘদিন ধরে পাশের খামারের মালিক কামরুজ্জামার শেখ বিভিন্ন লোকের মাধ্যমে মাছ চুরি করিয়ে আসছে। এ পর্যন্ত খামার থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরি হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply