অদ্য ১৩ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখ শুক্রবার বাগেরহাটের রামপাল উপজেলার নির্দোষ রূপালি দাসের বিরুদ্ধে ধর্মীয় অযুহাতে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চক্রান্তকারীদের গ্রেফতার, মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্যে হিন্দুদেরকে সাম্প্রদায়িক গালিগালাজ ও কুরুচিমূলক মন্তব্যের বিচারসহ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু নির্যাতন, প্রতিমা ভাংচুরকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাব চত্বর, ঢাকায় বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর শিকদার দীপু সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, গৌরাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, নারায়নগঞ্জ জেলার উত্তম সাহা, অ্যাড. প্রানকৃষ্ণ, সুনীল দাস, রুপম সরকার, বিশ্বজিৎ সরকার, সুমন দাস, ছাত্র পরিষদের দেবব্রত নন্দীসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
কর্মসূচীর সভাপতি দীপঙ্কর শিকদার দীপু বলেন, পাকিস্তানের ব্লাসফেমি আইনের ন্যায় বাংলাদেশেও ধর্মীয় মিথ্যা অযুহাতে সাধারণ হিন্দু সম্প্রদায়কে গ্রেফতার মামলা জেল জরিমানার যে প্রচলন শুরু হয়েছে তার শেষ কোথায়, আমরা কেউ জানি না!
বাগেরহাটের নির্দোষ রুপালি দাস প্রথম নারী সদস্য হিসেবে নোংরা ইতিহাসের সাক্ষী। কিন্তু যারা প্রকৃতপক্ষে চক্রান্তকারী ও ধর্মীয় মিথ্যা অজুহাত তুলে সাম্প্রদায়িকতার বিষ সমাজে ছড়াচ্ছে তারা আইনের ফাঁকে ধরা ছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে এদের গ্রেফতার ও যথাযথ আইনের আওতায় আনাসহ সকল নির্যাতন বন্ধে সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র তার বক্তব্যে বলেন, দেশে হিন্দুদের উপর সাম্প্রদায়িক গোষ্ঠীর দলবেঁধে হামলা, ধর্মীয় মিথ্যা অজুহাতে গ্রেফতার মামলা বাড়িঘর, প্রতিমা ভাংচুর, নারী নির্যাতন, ধর্মান্তর ইত্যাদি যেন প্রতিনিয়ত ঘটছে, কিন্তু কোন প্রতিকার বা সুষ্ঠু বিচার না হওয়ায় এখন এটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিগণও প্রকাশ্যে বক্তৃতায় হিন্দুদেরকে সাম্প্রদায়িক গালিগালাজ ও কুরুচিমূলক মন্তব্যে করেন, সেগুলোরও কোন বিচার নেই, আইনের শাসন নিয়ে সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছে!
তাই বাগেরহাটের নির্দোষ রূপালি দাসের উপর গ্রেফতার, প্রকাশ্যে হিন্দুদেরকে সাম্প্রদায়িক গালিগালাজ ও কুরুচিমূলক মন্তব্যেকারী মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবকে বহিষ্কারের দাবীসহ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
মুখপাত্র অ্যাড. সুমন কুমার রায় বলেন দেশের আইনের চোখ সংখ্যালঘুদের উপর কুনজর দিয়ে রেখেছে। শতশত হিন্দু সম্প্রদায়ের মানুষ মিথ্যা ধর্মীয় অজুহাতে জেল খাটছে, অথচ প্রকাশ্যে ধর্মীয় আলোচনায় হিন্দু সম্প্রদায় ও তাদের দেবদেবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি করা হচ্ছে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ দেখছে, শুনছে, তালি বাজাচ্ছে, তবুও প্রশাসন চুপ, দোষী লোক খুজে পায় না!! অথচ নারী পুরুষ নির্বিশেষে হিন্দুদেরকে ধর্মীয় কটুক্তি নামে গ্রেফতার, মিথ্যা মামলা, হামলা কত কি!! একটা স্বাধীন দেশে নাগরিকদের সাথে দ্বৈত আচরন কোনভাবেই কাম্য নয়। আমরা এই সাম্প্রদায়িকতাকে অত্যন্ত ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। একইসাথে অনতিবিলম্বে দেশে আইনের সুশাসন নিশ্চিতের জোর দাবী জানাচ্ছি।
উপস্থিত অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে হিন্দুদের উপর সাম্প্রদায়িক নির্যাতন বন্ধের জোর দাবীসহ দেশে আইনের সুশাসন নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply