ঈদুল ফিতরের দিন ১১ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দর ট্রাফিকের (সদরঘাট) যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এমভি তাশরিফ–৪ ও এমভি পূবালী–১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ–৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, আহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply