নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। যশোরের বেনাপোল ধানক্ষেত থেকে এক ইজিবাইক চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।
আজ বুধবার সকালে শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামের পদ্মবিলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানায় বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া।
নিহত সজিব হোসেন বয়স১৯ বেনাপোল গয়ড়া গ্রামের সহিদুল ইসলাম গাজির ছেলে।
স্বজনেরা জানায় ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, দীর্ঘদিন ধরে বেনাপোলের বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন সজিব। সকালে মাঠে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে ধানক্ষেতের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
“ধারণা করা হচ্ছে-রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করলে সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply