নিজস্ব প্রতিনিধিঃ আনোয়ার হোসেন। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাবল দিয়ে আঘাত করে স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টা ৩০ দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মজিবুর রহমান (৩৫) কলারোয়ার গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহত স্ত্রী রানু বেগম (৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের মেয়ে।
নিহত রানু বেগমের ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘বোনকে বিয়ের পর থেকে মজিবুর রহমান আমাদের বাড়ির পাশে ঘর তুলে বসবাস করতেন। তাদের ১০ বছরের এক ছেলে রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে ঠিকমতো কাজকর্ম না করায় সংসারে অভাব লেগেই থাকতো। এসব নিয়ে বোনের সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। বুধবার সকালে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করে পালিয়ে যান মজিবুর। আমরা বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর জামান বলেন, ‘রানু বেগমের মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply