আনোয়ার হোসেন ভালুকা প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় অগ্নিকান্ডে একটি বাড়ির ২০ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার শিল্পাঞ্চল জামিরাদিয়া মাষ্টারবাড়ি এলাকায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার শিল্পাঞ্চল জামিরাদিয়া মাষ্টারবাড়ি এলাকার জবান আলী আধাপাকা ২০ টি বসতঘর শ্রমিকদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। শনিবার বেলা ১১ টার সময় হঠাৎ অগ্নিকান্ডের সৃষ্টি হলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির ২০ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক জবান আলী জানান, অগ্নিকান্ডে তার ২০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, পানির উৎস্য না থাকায় মহাসড়কের অপর পাশের স্কয়ার ফ্যাক্টরী থেকে পানির ব্যবস্থা করে আগুন নেভাতে হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply