২৩ অক্টোবর সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিশ্ব মানবকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান’র সঞ্চালনায় এবং বিশ্ব মানবকল্যাণ ট্রাস্টের সদস্য খুরশীদ নাঈম সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ পাঠের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। প্রধান অতিথি প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশ্ব মানবকল্যাণ ট্রাস্ট্র’র চেয়ারম্যান কে এম খালিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অবিলম্বে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানান, যুদ্ধ নয় শান্তি চাই, বাঁচার মতো বাঁচতে চাই, মিলেমিশে থাকতে চাই। তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনী নারী-শিশু, বৃদ্ধ ও আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের জনগণের জন্য ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ব্যক্তিগতভাবে পাঠানোর কোন সুযোগ না থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন এবং জরুরী ভিত্তিতে চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছেন। আমরা ওনার কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে ওনার অনুমতি সাপেক্ষে আমাদের প্রতিষ্ঠান থেকে সাধ্যমত ত্রাণ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরকারের নিকট পৌছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার মঈনুদ্দিন, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের উপ-প্রচার সম্পাদক এইচ এম মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য আনন্দ কুমার সেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী। মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার শান্তি কামনায় এবং ফিলিস্তিনী যুদ্ধে সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply