ভালুকা প্রতিনিধি ঃভালুকায় গাড়ী ভাংচুর ও বিস্ফোরক আইনে বিএনপি ও অংগ সংগঠনের ৬৬ জনের নাম উল্লেখসহ ৬ শত নেতাকর্মীর নামে পৃথক দুইটি মামলা করেছে ভালুকা থানা পুলিশ। দুই মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বিকালে ৪ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরনীতে জানাযায়,২৯ অক্টোবর হরতালের দিনে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী ও ভরাডোবা নামক স্থানে সড়কে আগুন, গাড়ী ভাংচুর ও পেট্রোল বোমার বিস্ফোরন ঘটিয়েছে। এতে জনমনে আতংক সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, হরতাল চলাকালে মহাসড়কের হবিরবাড়ী ও ভরাডোবা নামক স্থানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে দুইটি বাস ভাংচুর পেট্রোল বোমার বিস্ফোরন ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে ভিতির সৃষ্টি করে। এতে সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। এ মামলা ৪ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ জানান, বিএনপির শান্তিপুর্ন আনন্দোল দমন করার জন্য এসব মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা দিয়ে বিএনপির শান্তিপুর্ন আনন্দোলন বন্ধ করা যাবে না। দুইটি মামলায় উপজেলা বিএনপির সিনিয়র সকল নেতাকে আসামী করা হয়েছে। যাতে আনন্দোলনে নেতৃত্ব শুন্য হয়ে যায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply