স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব পুরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
পহেলা নভেম্বর বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক একেএম শাহরিয়ার রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু নাজের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যাস অফিসার এস এম শফিকুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর প্রজিৎ কুমার ধর।
নারায়ণগঞ্জ কে আলোকিত করার লক্ষ্যে মাদক সন্ত্রাস নির্মূলে এবং যুব সমাজকে সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, গ্রীণ ফর পীসের সভাপতি এসএম আরিফ মিহির, নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা সহ অন্যান্য। জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে প্রশিক্ষিত যুবদের অগ্রসর করার লক্ষ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার বিতরণ করা হয়। সফল আত্মকর্মী হিসেবে মোঃ নিজাম উদ্দিন, বুবলী আক্তার, শ্রেষ্ঠ সংগঠক হিসেবে আকবর হোসাইন জনি ও জান্নাতুল ফেরদৌস ঝুনু সহ আরো কয়েকজন কে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়াও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৩ জনের মাঝে আট লক্ষ্য চল্লিশ হাজার টাকা বিভিন্ন প্রকল্পের অনুকূলে যুব ঋণ বিতরণ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply