আনোয়ার হোসেন। নিজস্বপ্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে অপহৃত শার্শার ওমর ফারুক সুমন হত্যাকান্ডের প্রধান আসামী বেনাপোল পৌর কাউন্সিলর কামাল সহ তিন জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সাথে হত্যারকাজে ব্যবহৃত আলামত লোহার পাইপ,প্লাস ও লাশ পরিবহনের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো যশোরের বেনাপোল পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে ও বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন (৪০), তার শ্যালক সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজা (২৪) ও একই গ্রামের রফিজুল ইসলামের ছেলে ইসরাফিল (২৯)।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে ডিবির এস আই মুরাদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স ঢাকা হতে তিন আসামীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল এর সামনে হতে লাশ বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ঘটনাস্থলের ঘরের ছাদ হতে লোহার পাইপ প্লাস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণচোরাকারবারীরা জানায়, স্বর্ণের ৩৫টি বার আনুমানিক ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় তারা সুমনকে সন্দেহজনক ভাবে আটকিয়ে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ ঝিনাইদাহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।
এর আগেও যশোর গোয়েন্দা সদস্যরা রাজধানীর ঢাকার শাখারী বাজার এলাকায় এক অভিযান চালিয়ে সুমন হত্যায় আরো ৩ জনকে গ্রেফতার এবং ১টি হায়েচ মাইক্রো বাস জব্দ করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply