টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়াএলাকায় দাড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অবরোধ সমর্থনকারিরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারনা করছেন স্থানীয়রা।
নবম দফায় বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি শুরুর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির অধিকাংশই পুড়ে গেছে।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ।
গোড়াই হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোল্লা টুটুল জানান, এসপি পরিবহনের বাসটি মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দেলদুয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের বিষয়টি অবহিত করলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বাসটি দিয়ে গোড়াই শিল্পাঞ্চলের কম ফিট গার্মেন্টসের শ্রমিক আনা নেয়া করা হতো।
সকালে গার্মেন্টসের কর্মী পরিবহনের জন্য বাসটি রাখা হয়েছিল। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো দুষ্কৃতকারী এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি
ওই বাসের হেলপার বাবলু মিয়া বলেন, “মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রেখে আমি ঘুমিয়ে বাসেি যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পিছনে আগুন।”তখন আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয় । তারা এসে আগুন নিভায়।
দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, “স্থানীয়রা সংবাদ দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনি। বাসে শুধু হেলপার ছিলেন, তিনি আগুন দেখেই বের হয়ে আসেন তাই কোনো হতাহত নেই।”
তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে বলে জানান তিনি।
দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, নাশকতা সৃষ্টির জন্য বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply