নিজস্ব প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শিক্ষাক্রমের নাম দিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে একাধিক শিক্ষককে হাঁসের ডাক নিয়ে অভিনয় করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে সাইকেল চালানোর অভিনয় দেখানো হয়েছে। ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিমদের নবীর ছবি আঁকতে বলা হচ্ছে! বিদেশি সঙ্গীতের সাথে নাতে দেখানো হয়েছে! এমন আরো অনেক মিথ্যা বানোয়াট ভিডিও প্রদর্শনের মাধ্যমে বর্তমান নুতন শিক্ষা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করে সাধারণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে বলেছে, শিক্ষাক্রমের কোনো ত্রুটিবিচ্যুতি থাকলে, তা জানালে অবশ্যই বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন-পরিমার্জন করা হবে। কিন্তু অপপ্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৩ ডিসেম্বর ২০২৩ খ্রীঃ রবিবার এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply