দুসস ডেস্কঃ দিনাজপুর, খুলনা ও চট্টগ্রামে পৃথক পৃথক ফাঁদ পেতে তিনজনকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক।
চট্টগামের ট্যাক্স জোন-২ এবং ইনকাম ট্যাক্স সার্কেল -৩১ এর পরিদর্শক মোঃ রেজাউল করিম বেগকে ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে দুদক। দুদক সজেকা-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর চন্দন এর নেতৃত্বে একটি টিম তাকে ঘুষের টাকাসহ আগ্রাবাদের পিএইচপি ভবনের অফিস থেকে গ্রেফতার করে এবং আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে খুলনায় দুদক সজেকা খুলনার একটি টিম ১০ হাজার টাকা ঘুষসহ খালিশপুর জুট মিলস লিঃ এর জিএম মোঃ মোস্তফা কামলাকে গ্রেফতার করেছে। দুদক সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া এর নেতৃত্বে এই টিমটি ঘুষের টাকাসহ মোস্তফাকে গ্রেফতার করে । গোলাম মোস্তফার বিরুদ্ধে দদুক সজেকায় মোঃ শাওন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে দিনাজপুরে দুদক সজেকা দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান-এর নেতৃত্বে একটি টিম ২০ হাজার টাকা ঘুষসহ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আল-আমিনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে দুদক সজেকা দিনাজপুরে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুসস ডেস্কঃ চট্টগামের ট্যাক্স জোন-২ এবং ইনকাম ট্যাক্স সার্কেল -৩১ এর পরিদর্শক মোঃ রেজাউল করিম বেগকে ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করেছে দুদক। দুদক সজেকা-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর চন্দন এর নেতৃত্বে একটি টিম তাকে ঘুষের টাকাসহ আগ্রাবাদের পিএইচপি ভবনের অফিস থেকে গ্রেফতার করে এবং আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে খুলনায় দুদক সজেকা খুলনার একটি টিম ১০ হাজার টাকা ঘুষসহ খালিশপুর জুট মিলস লিঃ এর জিএম মোঃ মোস্তফা কামলাকে গ্রেফতার করেছে। দুদক সহকারী পরিচালক মোঃ শাওন মিয়া এর নেতৃত্বে এই টিমটি ঘুষের টাকাসহ মোস্তফাকে গ্রেফতার করে । গোলাম মোস্তফার বিরুদ্ধে দদুক সজেকায় মোঃ শাওন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে দিনাজপুরে দুদক সজেকা দিনাজপুরের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান-এর নেতৃত্বে একটি টিম ২০ হাজার টাকা ঘুষসহ দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ আল-আমিনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে দুদক সজেকা দিনাজপুরে একটি মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply