দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল নান্টু। এর পরে গত ৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মনোনয়ন পত্রে দুই জায়গায় অনিচ্ছাকৃত ভুলবশত স্বাক্ষর না দেওয়ার কারণে নান্টুর মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এরপরে জাফর ইকবাল নান্টু গত ৫ জানুয়ারী রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল দায়ের করেন। অতঃপর কমিশন ১০ জানুয়ারী আপিল শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে আজ প্রধান নির্বাচন কমিশনার শুনানি শেষে জাফর ইকবাল নান্টুর মনোনয়ন পত্র বৈধ করে মঞ্জুর করেন। এর ফলে নান্টুর ঢাকা-১৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোন বাধা রইলোনা।
এ প্রসঙ্গে এমপি প্রার্থী জাফর ইকবাল নান্টু বলেন, নির্বাচন কমিশন কর্তৃক অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হয়েও অতঃপর আমার মনোনয়নপত্র বৈধতা দিয়ে মঞ্জুর করেছেন। এজন্য আমার পক্ষ থেকে ও ঢাকা-১৩ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply