ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ২৩ বস্তা টাকা চলছে গণনা।
জেলা শহরের ঐতিহাসিক এই মসজিদটির ৯ টি দান বাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর দানবাক্স গুলো খোলা হয় এবার খোলা হয়েছে ৩ মাস বিশ দিন পর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহবায়ক কাজী মহুয়া মমতাজের তত্বাবধানে শনিবার (৯ ডিসেম্বর) সকাল আটটায় দান বাক্স গুলো খোলা হয়। এসময় কিশোরগঞ্জ পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম আজাদ জেলা পুলিশ সুপার রাসেল শেখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান,টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি)শেখ জাবের, আহমেদ সহকারী কমিশনার রওশন কবীর, সামিউল ইসলাম,মাহমুদুল হাসান, আজিজা বেগম, পাগলা মসজিদের পেশ ইমাম মুফতী খলিলুর রহমান,রুপালী ব্যাংকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম)রফিকুল ইসলাম,ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা ও মাদ্রাসার ১১২ জন, মসজিদ কমিটির ৩৪জন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অংশ নিয়েছেন। এর আগে গেল আগষ্ট মাসে দানবাক্স খোলা হয়েছিল। তখন দানবাক্সে২৩ টি বস্তায় পৌনে ৬ কোটি টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া এ মসজিদে প্রতিদিনই গরু, ছাগল,হাঁস, মুরগী, নগত টাকা, সহ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, সহ বিভিন্ন জিনিস দান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা মানুষ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply