আজ ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মতিঝিল, ঢাকা অফিসের সামনে থেকে র্যালী শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে সকলে উপস্থিত হয়ে ও মানব বন্ধন কর্মসুচি পালন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এস এম নজরুল ইসলাম, মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী, যুগ্ন-মহাসচিব অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহসহ অন্যান্য কমিটির পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবে উপস্থিত সকলের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতির ক্রম অবনতির জন্য বিশ্ব মানবাধিকার সংস্থা গভীর উদ্বিগ্ন। বিশেষ করে ফিলিস্তিনিদের উপর ইসরাইল যে ধারাবাহিক নৃশংস ও বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে তিনি গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। এখনই এই যুদ্ধ বন্ধের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে রাজনৈতিক নেতা কর্মীদের আন্দোলনে বাধা প্রদান ও দমন-পীড়ন মানুষের মৌলিক মানবাধিকার পরিপন্থী বলেও মত প্রকাশ করেন। এছাড়া সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের নেতাদের বিচারিক প্রক্রিয়াও অনেকাংশে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন। এমনকি বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক সহিংসতা, বিরোধী রাজনৈতিক দলের কর্মী ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরো বলেন চলমান বিক্ষোভ-আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে শক্তি প্রয়োগ ও পরিবারের সদস্যদের হয়রানি, ভয় দেখানো এবং আটক রাখার যে সকল অভিযোগ সামনে এসেছে এসব নিয়েও IHRJS যথেষ্ট উদ্বিগ্ন।
মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী বলেন, বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হুমকি রয়েছে বলে মনে করেন। তিনি আরও বলেন গত কয়েক বছরে সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীদের উপর হামলা, নজরদারি, ভয় দেখানো এবং বিচারিক হয়রানির কারণে ব্যাপক স্ব-সেন্সরশিপ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের নেতাদের বিরুদ্ধে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরো বলেন IHRJS এমন ঘটনা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে এবং সেই সঙ্গে মানুষের মৌলিক মানবাধিকারকেও ক্ষুন্ন করে। তিনি IHRJS পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত পক্ষে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এক অবাধ ও সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে ।
IHRJS এর যুগ্ন-মহাসচিব অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহ মত প্রকাশের অধিকার খর্ব করার সঙ্গে সম্পৃক্ত ডিজিটাল নিরাপত্তা আইনে করা চলমান সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়া নতুন সাইবার নিরাপত্তা আইন নিয়েও যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে বলে মত প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশ কেবল মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূর্নব্যক্ত করবে না, মানবাধিকার রক্ষা ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন আমরা বিশ্বের সকল মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের প্রতি আহ্বান জানাই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে।
সর্বশেষে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য “ভবিষ্যতে মানবাধিকার সংস্কৃতিকে একত্রিত করা এবং টিকিয়ে রাখা” বিষয়ের প্রতি IHRJS পক্ষ থেকে সম্মতি প্রকাশ করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply