November 24, 2024, 9:38 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গৃহঋণের জন্য আবাসন খাতে বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার। বেনাপোল বলফিল্ড মাঠে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত। বেনাপোল ধান্যখোলা সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ ১টি মোটরসাইকেল উদ্ধার। টঙ্গীবাড়ীতে বীজ আলু ও সার ব্যাবসায়ী দের সাথে ইউএনওর মত বিনিময় সভা। বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে। আ.লীগ নেতার জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার। রাজধানীতে কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ১৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী গ্রেফতার। যশোর পর্যটন খাতেও ব্যাপক ভূমিকা রাখতে পারে বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে চাল আমদানি শুরু। বেনাপোলের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। ভালুকায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ। নওগাঁ পত্নীতলার ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র সুমন হোসেন কে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে কাঁঠাল গাছের ঝুলিয়ে রহস্য জনক মৃত্যু। শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজ আর নেই। রাজনৈতিক গুরু হিসেবে মওলানা ভাসানীকে স্বীকৃতি দিতে হবে …… অধ্যক্ষ এম শরিফুল ইসলাম বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। যশোর যৌনকর্মী প্রেমিকাকে নিয়ে দ্বন্ধে হেলপার বাপ্পি খুন। মওলানা ভাসানীকে অপমান করায় আওয়ামী লীগ বিলুপ্ত প্রায় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সাহিত্য ও সংস্কৃতির সংস্কার চাই – রেজাবুদ্দৌলা চৌধুরী। ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি …. বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশপ্রেমিক লোকদের সঠিক প্রক্রিয়ায় যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে …… অধ্যাপক ড. সায়েদা ওবায়েদ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ০১ জন আটক। ওষুধের দাম কমানোর আহ্বান ……এম এ আলীম সরকার গাজীপুর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে চলছে নারী ও মাদকের রমরমা ব্যবসা

আসুন এই হত্যা ও বর্বরতার জোরালো প্রতিবাদ করি। বঙ্গবন্ধু পরিষদ।

আসুন এই হত্যা ও বর্বরতার জোরালো প্রতিবাদ করি। বঙ্গবন্ধু পরিষদ।

গতকাল রেলে নাশকতার বর্বর ঘটনার প্রেক্ষিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক আজ ৬ পৌষ ১৪৩০ / ২০ ডিসেম্বর ২০২৩ এক যুক্ত বিবৃতিতে বলেন।

“গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ভোরবেলায় আগুন নিয়ে যে ট্রেনটি তেজগাঁ স্টেশনে থামলো, তাতে ৩ বছরের শিশু ও একজন মা সহ ৪ জন মারা গেছে। অনেকে আহত হয়েছে। এর আগে হরতাল অবরোধকারীরা রেলের ফিস-প্লেট খুলেছে, নাট-বল্টু ক্লিপ খুলেছে, লাইন কেটে ট্রেন ফেলে দিয়েছে। দোষ দিয়েছে চোরদের। তবে চোররা এমনটি করে বলে মনে হয় না। কারণ তারা চুরি করলেও মনে হয় তাদেরও দয়ামায়া আছে, তারা কখনো এভাবে মানুষ হত্যার ষড়যন্ত্র করেনি বা উদ্যোগ নেয়নি। তাই মনে হয় চোরেরা এই বর্বরদের চাইতে ভালো লোক, কারণ তাদের মানবিকতা আছে। তাদের যে অপকর্মের কারণে অনেক মানুষ মারা যাবে, তারা তা করছে না। করছে হরতাল-অবরোধকারীরা। ২৮ অক্টোবর থেকে শুরু, এ পর্যন্ত আরো ৪ বার এমনটি অর্থাৎ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে
এ পর্যন্ত তারা প্রায় ৪০০টি বাসে আগুন দিয়েছে। তারা শুধু সম্পদেরই হানি করছে তা নয়। তারা মানুষকে অবর্ণনীয় ব্যথা দিচ্ছে, মানুষ অতি নির্মম কষ্ট পেতে পেতে মারা যাচ্ছে।
আগুন দেয়া অত্যন্ত নির্মম ও অমানবিক। চিকিৎসা-বিজ্ঞানীদের মতে মানুষ সবচেয়ে বেশি ব্যথাজনিত কষ্ট পায় আগুনে পুড়লে। তাঁরা বলেন ব্যথা ও কষ্টের এই তীব্রতাকে কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। যারা আগুন দিচ্ছে তাদেরকে যদি বাধ্য করা যায় তাদের যে কোনো একটা আঙ্গুলকে সাধারণ আগুন, যেমন মোমবাতির আগুনে, মাত্র আধা মিনিট ধরে রাখতে – তাহলে তারা অতি সামান্য হলেও বুঝবে আগুনে পোড়া মানুষের যাতনাটুকু কতটা তীব্র, কতটা কষ্টের। তারা হয়তো বুঝবে আঙ্গুলটা সামান্য একটু পুড়লে যদি এত ব্যথা, তাহলে সারা শরীর পুড়ে অঙ্গার হতে
থাকা মানুষের অকল্পনীয় ব্যথা ও কষ্টটা কতটুকু। সারা শরীর পুড়তে থাকার সময় অসহায় এই মানুষটি কতটা চিৎকার করে।

জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা এটা কোন রাজনীতি? বিদেশ থেকে করা একজনের ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে লাশ চাওয়া হয়েছে। ইতোমধ্যে শুধু রেলের আগুন থেকেই ৫ জন মানুষ লাশ হয়েছে। এই মানুষগুলোর প্রত্যেকেরই একটা জীবন ছিল, সংসার ছিল, সেখানে বাবা-মা, আত্মীয়-বন্ধু, ভাইবোন, স্ত্রী, পুত্র-কন্যারা ছিল, জীবিকা অর্জনের কঠিন সংগ্রাম ছিল, নিত্যপণ্যের উচ্চমূল্যে সাংসারিক বাজেট ঘাটতির দুশ্চিন্তা ছিল, সংসারের কারো কারো আচরণে হয়তো মনে মনে দুঃখবোধও ছিল, কিন্তু সবার উপরে ছিল মমতা। যার কারণে শুধু একটি পরিবার নয়, বরং সমাজ টিকে থাকে, সভ্যতা বিকশিত হয়।

এর আগে গ্যাস কাটার দিয়ে রেল লাইন কেটে ট্রেন ফেলে দেওয়ার ঘটনার তদন্ত হয়েছে। কিছু দোষী ধরাও পড়েছে। তাদের কেউ কেউ স্বীকারোক্তিও দিয়েছে। আদালত বাকিদের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ এখন বিভিন্ন জায়গা থেকে প্রায়ই ককটেলসহ বিভিন্ন বিস্ফোরক ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার করছে।

২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাসের মামলাগুলোর যথাসময়ে বিচার হওয়া প্রয়োজন ছিল। যারা গণবিরোধী ও মানবতাবিরোধী এসব বর্বরতা তখন ঘটিয়েছিল, তারা যদি শক্ত বিচার পেতো, তাদের যদি কঠিন শাস্তি দেওয়া যেতো, তাহলে আজ নিশ্চয়ই হরতাল-অবরোধকারীদের সন্ত্রাসীরা এতোটা বর্বর ও অমানবিক কাজ করার সাহস পেতো না। সেই সাথে যারা ভিআইপি পরিকল্পনাকারী, তারা যেই হোক, তাদেরকেও আইনের আওতায় আনা দরকার। যদি গত ৬-৭ বছরে দ্রুত এগুলো করা যেত তাহলে এখনকার আগুনগুলো হয়তো ঠেকানো যেত।

আমাদের দেশের রাজনীতিতে আগে এই আগুন-সন্ত্রাস ছিল না। পাকিস্তান আমলের সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা কোথাও
কোথাও ছিটে-ফোঁটা তা দেখেছি। কিন্তু একাত্তরে তারা পাকিস্তানিদের নির্দেশে এই আগুন-সন্ত্রাস ব্যাপকভাবে শুরু করে।

১৯৭১-এ তারা যা করতো, আজ আবার তাই করছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে এটি নাশকতা। নিশ্চয় নাশকতাই হবে। কারণ দুর্ঘটনার আগুন এত দ্রুত ছড়ায় না। নিমেষের মধ্যে বগিগুলোতে আগুন ধরলো দাউদাউ করে – এটা গান পাউডার বা পেট্রোল ছাড়া সম্ভব নয়। একাত্তরের আগুন দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গান পাউডারের আগুন হচ্ছে দাউদাউ করে ফুঁসে ওঠা আগুন। টিভিতে ট্রেনের আগুনটি দেখে মনে হচ্ছে এটা গান পাউডার বা মুক্তিযুদ্ধের সময় দেখা আগুনে সলতে বা তার মতো কোনো উচ্চমাত্রার দাহ্য বস্তু কর্তৃক লাগানো আগুনই। এই যুদ্ধাস্ত্র কারা বা কোন দেশ সরবরাহ করছে? এর বিশদ তদন্ত দাবি করছি।

তবে তদন্তটি হতে হবে পূর্ণাঙ্গ নিখুঁত নিরপেক্ষ ও দ্রুত। তদন্ত করতে হবে ঘটনাকে চাপা দেওয়ার জন্য না, বরং ঘটনাটির
আদ্যোপান্ত জানার জন্য। প্রতিরোধে কী কী করা যায় তাও দ্রুত ঠিক করে আশু ব্যবস্থা নিতে হবে। এ রকম দুর্বৃত্তপনা ও খুন এগুলো শুধু মাস্তানি না, এগুলো মানবতবিরোধী অপরাধ ও গণহত্যা। বিএনপি-জামাত যা চালিয়ে ছিল সেই ২০১৪-১৫ সালে, এখন কি তারই পুনরাবৃত্তি চলছে? নাকি নতুন আরো সন্ত্রাসী যোগ হয়েছে?

ধৃত অপরাধীদেরকে শুধু ‘দুর্বৃত্ত’ বলে চালিয়ে দিলে চলবে না। তাদেরকে গণমাধ্যমে এনে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতেই হবে। তাদের বিষয়ে জনগণকে সত্যটা জানাতে হবে। মানুষ বোকা নয়। মানুষ বুঝবে। এবারের চরম বর্বরতার ঘটনার মধ্যেও মমতার একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছে যে বর্বরতা কখনো জয়ী হতে পারে না।

এখনও মানবতা অপরাজেয়। শরীরে আগুন জ্বলছে, এর মধ্যেও এক মা তার তিন বছরের শিশু সন্তানটিকে বুকে জড়িয়ে আঁকড়ে ধরে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তাঁরা বাঁচেননি, জড়িয়ে ধরা অবস্থাতেই দু’জনে পুড়ে কয়লা হয়ে গেছেন। সেই ছোট্ট বাচ্চাটা ও তার মায়ের বর্ণনাতীত কষ্ট, তাদের অসহায় আর্ত চিৎকার, চিৎকার করতে করতে বাচ্চাটা মায়ের বুকেই আশ্রয় খুঁজছিল, মা-ও নিজের পুড়ে যাওয়ার তীব্র কষ্টকে ভুলে বাচ্চাটিকে আগুন থেকে আড়াল করার জন্য তাকে সম্ভব হলে একেবারে বুকের ভেতরেই নিয়ে যেতে চাইছেন – এই চিত্রটি কল্পনা করতেও ভয় হয়। কী বর্বরতা, কী নির্মম, কী বীভৎস! ভাবতে গেলে মনের ভেতর এক অসহায় ক্রোধ জন্ম নেয়, বুক ভেঙ্গে যায়, চোখ ভিজে কান্না আসে।

সেই ট্রেনটিতে, সেই অগ্নিগ্ধ বগিটিতে আপনি আছেন বলে একবার কল্পনা করুন। নিজেকে একবার স্থাপন করুন সেই
অবস্থায় যেখানে আপনি চারপাশে ফুঁসে ওঠা আগুনের মধ্যে আপনার শিশুটিকে নিয়ে আগুন থেকে বাঁচতে চাইছেন। বাচ্চাটি চিৎকার করে কাঁদছে। সে আপনার কোলে ওঠে আপনাকে জড়িয়ে ধরেছে। আপনিও কাঁদছেন। আগুন আপনাকে ও বাচ্চাটিকে স্পর্শ করছে। এই অসহায় অবস্থায় আপনি চিৎকার করছেন, অভিশাপ দিচ্ছেন।

মনে মনে নিজেকে সেই অবস্থায় স্থাপন না করে আপনি এর ভয়াবহতা বুঝতে পারবেন না। আর কখনো কোথাও এই ভয়াবহ অবস্থার পুনরাবৃত্তি না ঘটুক তার জন্য আসুন প্রতিবাদ করি। এই প্রতিবাদটি হোক অনেক জোরালো। নিশ্চিতভাবে এটি হবে আপনার জীবনের অনেক ভালো কাজের মধ্যে অন্যতম একটি। আসুন, এই পৃথিবীকে যারা নরক বানাতে চায় তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করি। একা তো সম্ভব হবে না, তাই অনেককে নিয়ে, অনেকের সাথে মিশে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।”

বার্তা প্রেরক –
অধ্যাপক আ ব ম ফারুক
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ
ফোন: ০১৮৩০০০২৮২৬
তারিখঃ ২০-১২-২০২৩

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com