ফাহাদ মোল্লাঃ মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদফতর হতে নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। যার রেজিস্টেশন নাম্বার ৫৬ সনদ নং ০৫৫৫৯ ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশ ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারিতে আত্নপ্রকাশ করে, শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও করোনা মহা-মারিতে মানুষের পাশে থেকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দেয়া, বন্যার সময় দুর্ভিক্ষ এলাকায় গিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হাসপাতালে রক্ত দেয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় রাস্তা,ঘাট মেরামতের কাজ সহ সামাজিক বিভিন্ন মানবিক কাজে অবদান রাখছে প্রতিনিয়ত । বাল্য বিবাহ রোধ ও মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি ফাহাদ মোল্লা জানান, যুব সমাজ কে মাদক থেকে দূরে সরানো ও তাদের কে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ কে দেশের সম্পদ হিসেবে পরিনত করতে চাই। এছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যুব সমাজ কে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ইতিপূর্বে আমাদের সংগঠন অসংখ্য উন্নয়ন মূলক কাজে জরিত ছিলো আশাকরি আমাদের ধারাবাহিতা সামনেও চলমান থাকবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply