এইচ এম আতিক ইকবাল/নিজস্ব প্রতিবেদকঃ
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিসরে সরকারি কম্বল পৌছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। বাদ যাচ্ছে না তৃতীয় লিঙ্গের মানুষ, অসহায়, নিম্ন আয়ের লোক সহ আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলো।
প্রচন্ড শীতে মানবিক দ্বায়ে শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরনের এ ধারা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ। তিনি বলেন, শুধু উপজেলা প্রশাসনই নয় পৌরসভা সহ প্রতিটা ইউনিয়নে পৌছে গিয়েছে সরকারি কম্বল।
এই মাসের ২১ জানুয়ারি ২০২৪ইং ঘড়িসার ও ডিঙ্গামানিক ইউনিয়নের কয়েকটি বাজারে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে এবং১৮ জানুয়ারি ২০২৪ উপজেলা প্রশাসন, নড়িয়া, শরীয়তপুরের পক্ষ থেকে ভোজেশ্বর বাজার বাস স্টান্ডে দিনমজুর, রিক্সাচালক, অটোচালক ও অন্যান্য ড্রাইভারদের মধ্যে ৫০ টি কম্বল বিতরণ করেন তারা।
গত ১৫ ডিসেম্বর ২০২৩ উপজেলা প্রশাসন, নড়িয়া, শরীয়তপুরের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের ২১ জন সদস্যের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এবং গত জেলাপ্রশাসক, শরীয়তপুর স্যারের নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ১৩ ডিসেম্বর ২০২৩ নড়িয়া উপজেলার ভূমখাড়া আশ্রয়নের ২৯ জন উপকারভোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সহজেই হুট করে এভাবে কম্বল পেয়ে যাওয়া সুবিধাভোগীদের কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতোন। অসহায় মানুষগুলো কম্বল পেয়ে পরম খুশি, তারা সরকারের প্রতি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply