১৯৭২ সালের ২২ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব চত্বরে সোমবার সকাল ১১টায় এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে জাতীয় পর্যায়ের, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টি ও ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশ এর চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা তাজুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নির্বাহী সদস্য পল্টন দাস, নকিব হক। সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আশিক বিল্লাহ বলেন, মওলানা ভাসানী আমাদের রাজনৈতিক পুজনীয়। তাই মওলানা ভাসানীকে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ইতিহাসে এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে রাজনৈতিক একটি শিক্ষনীয়।
তাজুল ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা।
পল্টন দাস বলেন, মওলানা ভাসানী ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির নেতা।
সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী মুক্তিযুদ্ধ চলাকালীন প্রভাস সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তাকে পাঠ্যপুস্তকে স্বাধীনতার উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং সাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মওলানা ভাসানী রাজনৈতিকভাবে তিনি সকলের কাছে পরম পুজনীয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply